Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১. সদর উপজেলায় কোন বেড না থাকায় সচরাচর উপস্বাস্থ্য কেন্দ্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে বহি:      

   বিভাগীয় / জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

২. হাসপাতাল ও মাঠ পর্যা্য়ে ইপিআই টিকাদান কার্যক্রম ।

৩. এআরআই /ডায়রিয়া/ম্যালেরিয়া/যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রন কার্যক্রম।

৪. পুষ্টি সেবা কার্যক্রম।

৫. কৃমি প্রতিরোধে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম।

৬. আর্সেনিকোসিস রোগ নির্নয়ে বাড়ী বাড়ী অনুসন্ধান কার্যক্রম।

৭. প্রজনন স্বাস্থ্য (প্রসুতি সেবা) কার্যক্রম।

৮. বিসিসি (স্বাস্থ্য শিক্ষা) কার্যক্রম।

৯. খাদ্য - দ্রব্যে ভেজাল প্রতিরোধ ব্যবস্থা ও স্যানিটেশন কার্যক্রম।

১০. জনসংখ্যা নিয়ন্ত্রন কার্যক্রম।

১১. বাতসরিক ভেৌগলিক পর্যবেক্ষন শুদ্ধিকরন ( জিআর )কার্য ক্রম ।

১২. বিশেষ বিশেষ দিবস / সপ্তাহে বিশেষ কর্মসূচী বাস্তবায়ন। যেমন:- জাতীয় টিকা দিবসে পোলিও/ভিটামিন    

     ‘এ’খাওয়ানো/বিশ্ব স্বাস্থ্য দিবস/বিশ্ব এইডস দিবস/বিশ্ব অটিজম সচেতনতা দিবস/জনসংখ্যা দিবস  

     পালন/ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন/হাম ক্যাম্পেইন ইত্যাদি।

১৩. এইডসৃ/আর্সেনিক/ডেঙ্গুজ্বর/বার্ড-ফ্লু/সোয়াইন – ফ্লু ইত্যাদি প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম।

১৪. উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সকাল ৮.০০ ঘটিকা হইতে দুপুর ২.৩০ ঘটিকা পর্যন্ত

     বহিঃ বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

১৫. কমিউনিটি ক্লিনিকে সকাল ৯.০০ঘটিকা হইতে দুপুর ৩.০০ঘটিকা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান।

১৬. মাসিক রোগীদের প্রতিবেদন প্রদান সহ অন্যান্য প্রতিবেদন নিয়মিতভাবে উর্দ্ধতন অফিসে প্রেরন করা হয়